পটিয়া সংবাদ দাতা:-চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সচেতনতার লক্ষে এক অভিভাবক সমাবেশ (১৮ আগষ্ট সোমবার) সকালে বিদ্যালয়ের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহাম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাশেম, অভিভাবক সদস্য শাহ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহকারী শিক্ষক বজলুর রশিদের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, জুয়েল দাশ, অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম, রমা দে, কাকলি সেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মফজল আহমদ চৌধুরী বলেন,শিক্ষার মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ তৈরি করা, সুনাগরিক গড়তে হলে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয় জরুরি, সুন্দর সমাজ বিনির্মান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই, তাই প্রত্যেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব পালন করে চক্রশালা স্কুলে লেখা পড়ার মান উন্নয়ন কাজ করার আহবান জানান।