পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) ছাএ সংগঠন গনতান্ত্রিক ছাএদল পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার সন্ধায় আমির ভান্ডার দরবার শরীফ এলাকায় দলীয় অস্থায়ী কার্য়লয়ে কমিটি গঠন কল্পে এক সভা ছাত্রনেতা ইসতেখার হোসেন (আরজু ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র নেতা মোহাম্মদ গোলাম মোস্তাফা, প্রধান বক্তা ছিলেন ৯ নম্বর ওয়ার্ড এলডিপি’র সভাপতি রঞ্জন ধর, বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড এলডিপি’র সাধারণ সম্পাদক মো: বেলাল, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা গনতান্ত্রিক ছাএদলের আহবায়ক মো: শেখ জায়েদ মানিক, পটিয়া উপজেলা গনতান্ত্রিক ছাএদলের সদস্য সচিব মো সাজ্জাদ হোসেন, উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভা গনতান্ত্রিক ছাএদলের আহবায়ক রাকিব চৌধুরী প্রমুখ।
সভার শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ইসতেখার হোসেন (আরজু) সভাপতি, মো: মিনহাজ সহ- সভাপতি,মো: আরফাত সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান’কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গনতান্ত্রিক ছাএদলের কমিটি ঘোষণা করা হয়।