পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে শাহী ময়দানে শুরু হয়েছে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের শুভ উদ্বোধন করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। এতে সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।
প্রথম দিবসে তকরির পেশ করেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি, মাওলানা নাছির উদ্দীন মো: ইউসুপ আল কাদেরী, মাওলানা হাফেজ মো: ফারুক। আবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল আলম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মোহাম্মদ এয়াছিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, ডা: হোসেন, আবু নোমান, নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাকিব উদ্দিন, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ প্রমুখ। প্রত্যহ বাদে মাগরিব থেকে শুরু হয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত রাতব্যাপী অনুষ্ঠিতব্য এই মাহফিলে আন্তর্জাতিক, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন, পীর মাশায়েক ও বুদ্ধিজীবিগণ উপস্থিত থেকে তকরির পেশ করবেন।