পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইনে ঋষিকেশ বড়ুয়া (৬০) নামে এক ব্যাক্তিকে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পটিয়া থানায় মোহাম্মদ আবদুছ সালাম নাজিম উদ্দিন সহ ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ে করা হয়েছে। বাদী ঋষিকেশ বড়ুয়া জানান,তার মায়ের প্রাপ্ত অংশ ও তার খরিদা সম্পত্তি রাস্তার পাশে হওয়ায় প্রতিপক্ষের নজর পড়ে। তার ধারাবাহিকতায় বিভিন্ন সময় তাদের ১৩ শতক ভুমি সালাম গং দখল করতে তাকে হুমকি, সাইনবোর্ড ভাংচুর লুটপাট করে। বর্তমানে উক্ত জায়গা সালাম দখলে নিতে সন্রাসী ভাড়া করছে। সে এ ব্যাপারে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।