পটিয়া প্রতিনিধি:- চট্টগ্রাম( ১২পটিয়া) পটিয়া আসনের সাবেক এমপি শানেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার সাবেক এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এর পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন,বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা। ২৮ ডিসেম্বর সকালে মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টুর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এসময় বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। তার মধ্যে উপস্থিত পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, ফজলুল কাদের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজী মোহাম্মদ মনির, বিএনপি নেতা, আবদুল মোতালেব মনু, মোহাম্মদ আজগর,, আবদুর রহমান, জানে আলম,ইফতেখার, মুছা মেম্বার, ইমতিয়াজ ইমতু, বখতিয়ার উদদীন, মোহাম্মদ আলমগীর, মোস্তফা মোরশেদ ননাই, ফজলুল করিম, পটিয়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক, গাজী দিদার, যুবদল নেতা, মফিজ, খোকন শাহ, জিয়াউল হাকিম, জামাল,রাব্বু মেম্বার, মুছা সুমন, শায়েরা, ফরিদ, খোকন, ছাত্রদল নেতা, মাহাতাব উদদীন সবুজ, জাহেদুল ইসলাম সুজন, নাঈম উদদীন, নাজমুল, নজরুল, ফোরকান, আজাদ, রিয়াদ, বিজয়, হোসেন, তুষার, মুন্না, রায়হান, সরোয়ার, এরশাদ, রয়েল, রানা, হাদি, হাসান প্রমুখ। নেতা কর্মী মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা করা হয়।