পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামে পটিয়ায় এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর নির্বাচন ২০২৫-২০২৬ ইং সম্পুর্ন হয়েছে। ২২ জানুয়ারি বুধবার দুপুর পটিয়া আদালত প্রাঙ্গনে দুপুর ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভ ভোঠ গ্রহণ চলে। এতে সাধারণ সম্পাদক পদে ৫৫ ভোঠ পেয়ে নির্বাচিত হন মুহাম্মদ তোহা,তার নিকটতম প্রতিদ্বন্দী ছিল মিন্টু দে ৪৪ ভোট, মোহাম্মদ সিরাজুল হক ৫৮ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী প্রদীপ চৌধুরী ভোঠ পান ৪৪। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তাফা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ একরামুল হক, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক মোজাফফর আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক দীপক দে, কার্যকরী সদস্য মোহাম্মদ আইয়ুব। পটিয়া এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন নির্বাচনে প্রধান নির্বাচন প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট মিন্টু আর্চায্য সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম ওসমানী, এডভোকেট রনি চৌধুরী। মোট ভোটার সংখ্যা ছিল ১০১ জন। নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন আইনজীবী সমিতির সভাপতি আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নুর মিয়া ও এডভোকেট জসিমউদদীন। এদিকে নবনির্বাচিত এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন নেতৃবৃন্দ পটিয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।