পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামে পটিয়ায় এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর শপথ অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে পটিয়া আদালতে মিলনায়তনের শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধান আর্চয্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার ও পটিয়া আদালতের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু আর্চয্য, আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর মিয়া, এডভোকেট কাজী জসিম উদ্দিন, এডভোকেট রফিকুল ইসলাম ওসমানী, রনি চৌধুরী, পটিয়া এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ একরামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোজাফফর আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক দীপক দে, কার্যকরী সদস্য মোহাম্মদ আইয়ুব প্রমুখ। সভায় এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর বিভিন্ন সমস্যা সমাধান করার আশ্বাস দেন সিনিয়র আইনজীবীরা।