পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যােগে দ্বিতীয় তম অনলাইন গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ২৮ মার্চ শুক্রবার ফ্যামেলি কিচেন রেস্তোরাঁয় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক শায়ের মুহাম্মদ আকতার উদ্দিন এর সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন আবু ছালেহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার কে এম বদর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী রেজাউল করিম চৌধুরী, ইমাম উদ্দিন আশফাক, প্রবাসী মুহাম্মদ ফোরকান, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক শাহজাহান চৌধুরী, দৈনিক দেশ বার্তার প্রকাশক হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, একিউএম মোসলেহ উদ্দিন, মোরশেদ আলম,মুফতি আজিজুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে গজল প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।