পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের
পটিয়ায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) স্বরণে ওরশ পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) রাতে পৌরসদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক এম এ আবছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা হাজী শামসুল আলম, হাজী রফিক, মোরশেদ আমেরী, অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সিনয়র সহ সভাপতি আবদুল জব্বার সও:, সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, কাজী বেলাল, আবদুল মতিন, জানে আলম সও:, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম কোম্পানি, নুরুল ইসলাম, মো. মামুন, মন্নান, হাজী হাজী আবদুস সালাম, গাজী মনির, ইদ্রিস সও:, আবদুল মন্নান প্রমুখ।
সভায় আগামী ২৬ জানুয়ারি পটিয়া গাজী কনভেনশন হলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) ওরশ উৎযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওরশে প্রায় ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হবে জানিয়ে ওরশ সফলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।