পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামে পটিয়ায় মানবাধিকার ফোরামের উদ্যােগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদের উপহার ঈদ বস্র বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বিকালে মুন্সেফ বাজার সংলগ্ন কার্য়লয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মানবাধিকার ফোরাম পটিয়া উপজেলার সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী। সাধারণ সম্পাদক বিলকিস সুলতানার পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ওসমান গণী, জিয়াউর রহমান, আবুল কালাম, ডাক্তার জান্নাতুল ফেরদৌস (ঝর্ণা), সাইফুল ইসলাম,আনিসুল ইসলাম তানভীর প্রমুখ।
সভায় বক্তারা গরীব অসহায় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে মানবাধিকার ফোরাম কাজ করছে। তার ধারাবাহিকতায় পটিয়া উপজেলা গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।