পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সংগঠনের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী, দোয়া মাহফিল পরিচালনা করেন পৌরসভা ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মুরাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন, আবদুল করিম মেম্বার, কাজী আরিফ, শহিদুল আনোয়ার লিটন, গাজী দুলাল, মুহাম্মদ সোলায়মান, শহীদুল ইসলাম, আরিফুর রহমান তারেক, জিয়াউর রহমান জিয়া, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির হাজারী প্রমুখ। এতে বক্তারা বলেন, দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয়। জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে সমাজ বির্নিমাণে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।