পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:– চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্রগ্রাম ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে লোহাগাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে। খেখা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ও টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা লায়ন নাজমুল মোস্তফা আমিন, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সও:, ,সদস্য সচিব গাজী আবু তাহের উপজেলা বিএনপি নেতা চেয়ারম্যান শফিকুল ইসলাম, কামাল উদ্দিন সাইফুদ্দিন,মোজাম্মেল হক, নাছির উদ্দীন,আবুল কাসেম, আবদুল মাবুদ, মঈনুল আলম ছোটন, ইসমাইল হোসেন , মফিজুর রহমান, ইব্রাহীম সওদাগর, শরীফ উদ্দিন চৌধুরী, আবু সালেহ, জাবেদ চৌধুরী, জেলা যুবদলের শাহজাহান চৌধুরী, আবদুল সালাম, মামুনুল ইসলাম, আবসার উদ্দিন, আবদুল করিম মেম্বার, অহিদুল আলম,আবদুল ছবুর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,ক্রীড়া সংগঠক, আবুল কালাম বাবুল, বাদশা মিয়া,
নাছির উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক হাবিবুর রহমান রিপন যুগ্ম আহ্বায়ক হাজী টিংকু, জালাল উদ্দীন ছোটন, আলমগীর বাবু, কুতুবউদ্দিন পাভেল, বিএনপি নেতা বোরহান উদ্দিন, ইসহাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু।আরও বক্তব্য দেন সদস্য সচিব মো. জাহিদ, কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আশরাফুজ্জামান সৌরভ, মোশাররফ হোসেন রুবেল, মনির উদ্দিন নয়ন, ইরফান, জয়নাল আবেদীন, পৌর ছাত্রদল নেতা ইমরান, আলী হোসেন প্রমূখ ।
ফাইনাল খেলায় প্রায় লক্ষাধিক দর্শকের সমাগম হয়। এতে প্রধান অতিথি লায়ন আসলাম চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে পরস্পর সম্প্রীতি ও ভার্তৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। তিনি নতুন নতুন খেলোয়াড় সৃস্টিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, পটিয়া কে একটি ক্রীড়াবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। তিনি এবারের এ সাফল্যে আগামীতে আরো বড় ধরনের টূর্ণামেন্ট আয়োজনের ঘোষণা দেন। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ২ লক্ষ টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ট্রফিসহ ১লক্ষ টাকা প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ