পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বর্নাঢ্য প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মো: মুছা ও বজলুর রশিদ শাওনের সঞ্জালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ হাসেম, দেবাশীষ চৌধুরী শিমুল, শাহ ইলিয়াস চৌধুরী, সিনিয়র শিক্ষক অন্জন ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, আনন্দ মোহন মজুমদার, ক্রীড়া শিক্ষক রাজিয়া বেগম ও মো: রিয়াদ প্রমুখ। দলগত ও একক ২২ টি ইভেন্টে প্রায় ১৫০০ শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই ক্রীড়া উৎসব আগামী ২৭ জানুয়ারি সমাপ্ত হবে