বাউফল, পটুয়াখালী । ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পটুয়াখালী-২, বাউফল আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। আজ বুধবার (২৪ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন পত্রটি হাতে পান তিনি। শহিদুল আলম তালুকদার ২০০১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। এর আগে ১৯৯৬ সালে তিনি মাত্র ২৪ ভোটের ব্যবধানে হেরে যান।
বাউফল আসনটি মূলত আওয়ামী লীগের দূর্গ হিসাবে পরিচিত ছিলে। শহিদুল আলম তালুকদার বিএনপি থেকে মনোনয় পেয়ে প্রথম আওয়ামী লীগের দূর্গে আঘাত হানেন। শহিদুল আলম তালুকদার ছিলেন গণ মানুষের নেতা। তিনি এমপি নির্বাচিত হওয়ার আগেও তার জন্ম ভূমি ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার এ চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তিতে তার দলের কর্মী সমর্থকরা দারুণ খুশি। তারা শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়ায় দলের চেয়াপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।