সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার রাত ১১টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শঙ্কার কথা জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত বা মৌখিকভাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানের কাছে কোন অভিযোগ করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর উল্লেখ করেন, ‘দেশে সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালে দেশী- বিদেশী অপশক্তি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রার্থীদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি সভা- সমাবেশ নাশকতা সৃষ্টির মিশন নিয়েছে। এক্ষেত্রে তারা ভোটের ফাঁদে বিভিন্ন আসনের প্রার্থীদের ব্যবহার করছে। পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত বেপরোয়া স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি।
গতকাল রাতে লিফলেট নিয়ে পানপট্টি যাওয়ার পথে রাতের অন্ধকারে আমার এক নেতার ওপর অতর্কিত হামলা করে, আজকে (রবিবার) সন্ধ্যার পরও চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া স্লুইজ বাজারের একটু
আগে অন্ধকারে তার লোকজন পরিচয়ে আমাদের পথরোধ করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টিতে স্লোগান দেয়। আমরা কৌশলে ঝামেলা এড়িয়ে আসি।’ এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক কোন অভিযোগ আমার কাছে করেনি।’