1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি - শিক্ষা তথ্য
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৪০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণার সময়সূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে জেলা প্রশাসন। একই সময় ও স্থানে সমাবেশ ও প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের হাসান মামুন এবং বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালনের জন্য দুই প্রার্থীর নিকট শুক্রবার চিঠি দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড.শহীদ হোসেন চৌধুরী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পটুয়াখালী জেলার ১১৩, পটুয়াখালী-৩ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী মো. নুরুল হক ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী সফরসূচি পর্যালোচনা করে জেলা বিশেষ শাখার পুলিশ সুপার প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, ৩১ জানুয়ারি গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী (কাটাখালী বাজারের পাশে) শরীফ বাড়ী এলাকায় নুরুল হক এবং একই তারিখ সন্ধ্যা ৬টায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে হাসান মামুন, ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় গজালিয়া ইউনিয়নের আদানীবাজারে নুরুল হক এবং একই তারিখ সন্ধ্যা ৬টায় গজালিয়া ইউনিয়নের আদানীবাজার মাঠে হাসান মামুন,

৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা কলেজ মাঠে নুরুল হক এবং একই তারিখ বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠ ও কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস কালীবাড়ির মাঠে হাসান মামুন নির্বাচনী প্রচারণা ও জনসমাবেশের সূচি ঘোষণা করেছেন। দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে এবং বিএনপির অপর অংশটি নুরুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। দুই প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের নেতাকর্মীরা প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য প্রদানের মাধ্যমে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছেন। এতে উভয় পক্ষের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ইতিমধ্যে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায় দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে ট্রাক ও ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে নির্বাচনী মিছিলের সময় মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় দশমিনা থানায় ২টি মামলা রুজু হয়েছে। এছাড়াও গত ২৭ জানুয়ারি বিকেলে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলায় ট্রাক ও ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে নির্বাচনী মিছিলের সময় মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয় এবং এ নিয়ে গলাচিপা থানায় ২টি মামলা রুজু হয়েছে। প্রতিদ্বন্দ্বী এ দুই প্রার্থী একই তারিখে একই স্থান বা কাছাকাছি স্থানে কর্মসূচি পালন করলে তাঁদের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে অনিয়ন্ত্রিত উত্তেজনা ও সংঘর্ষের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে একই তারিখ, একই স্থান বা কাছাকাছি স্থান, একই সময় বা কাছাকাছি সময়ে কর্মসূচি পালন করতে দেয়া সমীচীন নয়। বরং ভিন্ন তারিখ ও ভিন্ন স্থানে কর্মসূচি পালনের ব্যবস্থার জন্য জেলার বিশেষ শাখার পুলিশ সুপার মতামত প্রদান করেছেন। পরে এ ঘটনায় বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬ নম্বর বিধি প্রতিপালনের জন্য চিঠি প্রদান করেছেন। ওই বিধিতে বলা হয়েছে, প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন, তবে প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান প- বা তাতে বাঁধা প্রদান বা ভীতিসঞ্চারমূলক কিছু করতে পারবেন না। এছাড়া নির্বাচনি প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের নিকট নির্বাচনি প্রচারণা কর্মসূচি প্রদান করতে হবে। এছাড়া একই স্থানে একই সময়ে একাধিক দল বা প্রার্থীর কর্মসূচির ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমন্বয় করবে।

চিঠিতে বিধিমালা যথাযথভাবে অনুসরণপূর্বক নির্বাচনি প্রচারণা ও জনসমাবেশের সূচি ঘোষণা করে সে মোতাবেক প্রচারণা চালানোর জন্য উভয় প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। ব্যর্থতায় সংশ্লিষ্ট বিধি মোতাবেক যথাযথ  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রার্থীদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী নুরুল হক নূর বলেন, ‘ঘটনাক্রমে একই সময় হয়ে গেছে। প্রশাসনকে বলেছি আমরা প্রোগ্রাম এডজাস্ট করে নিতে পারি। ৩টি ইউনিয়নের প্রোগ্রামকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছে। হাসান মামুনের লোকজন সব সময় হামলা করেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটাচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি তার ব্যবস্থা নেওয়ার জন্য।’ এ বিষয় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘আমরা চরশিবার প্রোগ্রাম করিনি। সেখান থেকে আমরা ভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি।’ এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি