পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান। ভবনটির সবগুলো দেয়ালে দেখা দিয়েছে ফাটল আর খসে পড়ছে পলেস্তারা। ভবনের জং ধরা পুরোনো রড বের হয়ে পড়েছে। দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব চাঁদপুরা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এমন জরাজীর্ণ ভবনে চলছে চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান। জানা যায়, ১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। জরাজীর্ণ ভবনে কয়েক যুগ ধরে ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চলছে। ২০০০ সালে দুইকক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটিও খুবই ঝুঁকিপূর্ণ।
শিক্ষকরা বলছেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বিল্ডিং ও টিনশেড ভবনেই পাঠদান চালাতে হয়। শিক্ষার্থীরা ভয়ে ভয়ে ক্লাস করছে। এতে খুবই আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা।
অভিভাবকরা বলছেন, সন্তানদের মাদ্রাসায় পাঠিয়ে ভয়ে থাকতে হয়। কখন জানি ভবনের সাদ ভেঙে পড়ে। এলেম শিক্ষার জন্য ঝুঁকিপূর্ণ মাদ্রাসায় সন্তানদের পড়ালেখা করতে বাধ্য হয়ে পাঠাতে হয় আমাদের। মাঝে-মাঝে শোনা যায়, অনেক অফিসার এসে দেখে গেছেন। কিন্তু আজও কোনো নতুন ভবন হয়নি। আবু তালহা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন সকালে মাদ্রাসায় আসি ভয় নিয়ে। ভবনের ফাটল দেখলে ক্লাস করতে আমাদের ভয় হয়। বৃষ্টি হলে ক্লাস করা যায় না। পানিতে সব ভেসে যায়। নবম শ্রেণির শিক্ষার্থী মোসাৎ আনিকা আক্তার দিনা বলেন, ভবন না থাকায় আমাদের পড়াশোনায় মন বসে না, আমাদের সহপাঠীরা অন্য মাদ্রাসায় চলে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি নতুন একটি ভবন নির্মাণ করে দেয়ার জন্য।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান বলেন, মাদ্রাসার পুরাতন টিনশেড ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ২০০০ সালে দুই রুমের একটি ভবন হয়েছে। সে ভবনটিও জরাজীর্ণ পলেস্তারা খুলে পড়ছে, ছাদের মরিচা ধরা পুরোনো রড বের হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা পাঠদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভয়-আতঙ্ক নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছে। মাদ্রাসার সুপার মো. ইরশাদুল হক তৈয়ব বলেন, মাদ্রাসার দুই কক্ষ বিশিষ্ট পুরোনো ভবনটি জরাজীর্ণ থাকায় আমরা প্রতিটি মুহূর্ত ঝুঁকির মধ্যে আছি। কাঠের টিনশেড ভবনটি এতটা জরাজীর্ণ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, মাদ্রাসা ভবনটি জরাজীর্ণ আমি শুনেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ায় নতুন ভবনের আবেদন করলেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।