কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। মাদক উদ্ধারে সফলতা ও ওয়ারেন্ট তামিল কারি হিসেবে পটুয়াখালী জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে কলাপাড়া থানার মো. রাসেল খান। রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে তাকে সন্মাননা ক্রেস্ট তুলেদেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ। গত জুন মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়।
এএসআই রাসেল খান বলেন,”এই সম্মাননা আমার কাজের প্রতি কর্তৃপক্ষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ পটুয়াখালী জেলা পুলিশ সুপার স্যারসহ আমার থানার সকল সহকর্মীর প্রতি। যারা সব সময় পাশে থেকেছেন ও সহযোগিতা করেছেন। তিনি কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্যার সর্বদা কাজের বিষয়ে উৎসাহ প্রদান করেছেন বলে আজ জেলায় ২য় বার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছি। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার কথা ব্যাক্ত করেন।