পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর শনিবার জিয়াউল হক মাইজভান্ডারি ৩৭তম বার্ষিক ওরশ উপলক্ষে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে ২৬ আগষ্ট মঙ্গলবার বিকালে জনতার চেয়ারম্যান দিদারুল জঙ্গলখাইন ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে
বারেক শাহ মাজার এলাকায় খেলার মাঠে শিশু- কিশোরদের মাঝে ফুটবল প্রদান করা হয়েছে।
এসময় জঙ্গলখাইন ইউনিয়নের জনতার চেয়ারম্যান দিদারুল আলম বলেন,পড়ার লেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, খেলাধুলা একটি নির্মল বিনোদন, সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে হলে খেলা-ধুলার বিকল্প নেই। তিনি বাবা-মায়ের আদেশ নির্দেশ মেনে চলার আহবান জানিয়ে দিদারুল আলম
কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণেও অবদানসহ নৈতিক শিক্ষা গ্রহণ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সমাজ সেবক মোহাম্মদ সাদেক, নজরুল ইসলাম, খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন, তামিম,সাগর, জুনাইদ, রিদোয়ান,সোহান, সানি, রায়হান, মুহিন,নাঈম, রিজভি, রাবি,মিজবাহ, মিফতা, সৈকত, তৌহিদ প্রমুখ।