লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের “উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (সোমবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজের ১১ জন, লক্ষ্মীপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ৪ জন, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ জন, খিলবাইছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ১ জন, হাজী আমজাদ আলী পাটওয়ারী উচ্চ বিদ্যালয়ের ২ জন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের ১ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ১ জন, দারুল উলুম কামিল মাদরাসার ২ জন,
আয়েশা (রা.) মহিলা কামিল মাদরাসার ৩ জন ও ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার ৩ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সম্মাননা তাদের আগামী জীবনের প্রেরণা হয়ে থাকবে। এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।