রবিউল আলম গাজীপুর, গাজীপুর মহানগরীর পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিকী পরিক্ষার ফলাফল প্রকাশ,পুরুষ্কার বিতরনী ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। শুক্রবার (৩জানুয়ারি) রাতে নগরীর ৪০নং ওয়ার্ড মাজুখানে পাকুরিয়ার টেক এলাকায় অবস্থিত আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসা এতিমখানার মাঠ প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।বাদ মাগরিব পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত এর মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অত মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান,আইউব আলী ফাহিম। প্রধান মেহমান বক্তব্যে আইউব আলী ফাহিম বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন।শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ। এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল মেট্রো থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক , হাজী মনসুর আলী,আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসা ও এতিমখানার গবর্নিং বডির পরিচালক মো. শাফিজুল ইসলাম। লতা গ্রুপ অফ কোম্পানির পরিচালক মো.ইলিয়াস হোসেন শান্ত, লতা গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান (মিজান),পূবাইল মেট্রো থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. সোহেল খান,যুগ্ম আহ্বায়ক ও ৪০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম, মো.মনির মন্ডল.বেলায়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন,ইমাম ও খতিব মা আছিয়া আনোয়ারা জামে মসজিদ,আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাছান,অত্র মাদ্রাসার গবর্নিং বডির সদস্য মোহাম্মদ ফিরোজ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। হাফেজ মোহাম্মদ রাসেল। মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহসহ তাফসীরুল কুরআন মাহফিলে আরো বহু ওলামায়ে কেরাম গণ তাশরিফ আনেন। ওয়াজ মাহফিলে এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিরা মাদরাসার ৪জন হাফেজ ছাত্রদেরকে একে একে পাগড়ি পরিয়ে দেন। পাগড়ি প্রদান শেষে দোয়া ও মোনাজাত করা এবং তবারক বিতরণ করা হয়।