বন্দর প্রতিনিধি: তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর থানা যুবলীগ নেতা সুমন । সোবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের পর বন্দর সোনাকান্দা বায়তুল সালাত জামে মসজিদে পুলিশ পাহারায় জানাজায় অংশ নেন তিনি। পুলিশ সুত্রে জানা যায়,সম্প্রতি বন্দর থানা পুলিশ বৈষম্য বিরোধী মামলার ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে যুবলীগ নেতা সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। পরে গতকাল রাত ৮ টায় সুমনের স্ত্রী প্রসবকালে নবজাতক সন্তানসহ মারা যান। পরে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্থানীয় সোনাকান্দা বায়তুল সালাত জামে মসজিদে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন যুবলীগ নেতা সুমন। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
’ পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে মো: সুমন পুলিশ পাহারায় বন্দর ২০ নং ওয়ার্ড সোনাকান্দা নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন। পরে স্ত্রী ও নবজাতক শিশুর জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে দু:খ দিয়ে থাকেন সেজন্য ক্ষমা চান। পরে জানাজাতেও কান্না করেছিলেন। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে ,গত রবিবার সকালে সুমনের স্ত্রী হাফেজা বেগম (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সন্তান প্রসবকালে মা ও সন্তান দুজনই মৃত্যুবরন করেন । এর আগে বৈষম্যে বিরোধী মামলায় সুমনের গ্রেফতারে সংবাদ শুনে তিনি আরো অসুস্থ্য হয়ে যান। স্ত্রী ও নবজাতক সন্তানের মৃত্যুতে শেষবারের মতো দেখার সুযোগ দিতে সুমনের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়।