গত ৪ এপ্রিল পটিয়া টিভি এইচডি নামে একটি অনলাইন ফোটালে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আনার বাপের বাড়িতে তুচ্ছ ঘটনার জের ধরে একটি ভিডিও সংবাদ প্রকাশ হলে আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন কু উদ্দেশ্য প্রনোদিত মানহানিকর বিদায় উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আনার বাপের বাড়ির ছেনুয়ারা বেগম, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান, শামসুল আলম। প্রতিবাদ লিপিতে তারা বলেন,প্রকৃত ঘটনা আড়ল করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লাগে, যার ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল সন্ধা ৬ টার সময় পুর্বশক্তুতার জের ধরে প্রতিপক্ষ মো: মোস্তাক ও ইছাক মিয়ার নেতৃত্বে ১৫/২০ বহিরাগত সন্রাসী আমার ছেলে ইমন এর তুচ্ছ বিষয় জেরে প্রতিপক্ষরা আমাদের দেশীয় অস্ত্রশস্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে – কুপিয়ে রক্তাক্ত গুরুত্বর জখম করে এবং আমাদের বাড়িঘর ভাংচুর লুটপাট তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। উক্ত সামাজিক ঘটনাকে আড়াল করতে রাজনীতির ট্যাগ দিয়ে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপ-প্রচার চালাচ্ছে।
আমরা উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার এলাবাসীকে অনুরোধ জানাচ্ছি, বরং প্রতিপক্ষের হামলার শিকার হয়ে চট্টগ্রামে আমরা চিকিৎসা সেবা নিচ্ছি ছেনুয়ার বেগম আমার মাথায় ১২ টি সেলাই হয়েছে এবং আমার ছেলে ইমন এর দাঁতে উপরিভাগ সরে গেছে তাতে দাঁতে উন্নত চিকিৎসা চলছে যাহা চিকিৎসার কাগজ পএ আমাদের কাছে রয়েছে। আমাদের উপর হামলা করে উল্টো পটিয়া টিভি এইচডি নামক অনলাইনে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমি এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। উর্ধতন পুলিশ প্রশাসন বিষয়টি সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি। প্রকাশিত মিথ্যা ভুয়া সংবাদ নিন্দা জানাচ্ছি।