1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রকাশ্যে ঘুষ আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিচার দাবী গ্রহণযোগ্য নয়: বিএমএসএফ - শিক্ষা তথ্য
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত, লুটপাটের অভিযোগ বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুম উদ্বোধন সাংবাদিক নেয়ামত উল্লাহ এনসিসি’র নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটি’র সদস্য মনোনীত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও প্রতিষ্ঠালাভ করা যায়-দিদারুল আলম  কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নাচোলে আম জনগণ পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও ভোলাহাট কার্যালয় পরিদর্শন নারায়ণগঞ্জে আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু রূপগঞ্জে গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৯ আগস্ট জুমাবার হযরত আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে পটিয়া জশনে জুলুস সফল করার আহবান

প্রকাশ্যে ঘুষ আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিচার দাবী গ্রহণযোগ্য নয়: বিএমএসএফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৭ Time View

রাজবাড়ী জেলার কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে পেঁয়াজ সংরক্ষণ ঘরের জন্য আবেদনপত্র জমা দিতে আসা কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। এ ঘটনায় কৃষি অধিদপ্তর থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কৃষি বিভাগের দূর্ণীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খোদ সাংবাদিকদের বিরুদ্ধেই মানববন্ধন করা হয়েছে; অথচ অংশগ্রহণকারী কৃষকরা বিষয়বস্তুই জানেন না। ভিডিওতে একাধিক কৃষকের বক্তব্যে দুর্নীতির বিষয়টি প্রমানিত। সংশ্লিষ্ট কৃষি বিভাগের উর্ধতন কর্মকর্তারা সুষ্ঠু তদন্ত করলেই দুর্নীতি এবং অনিয়মের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। কৃষকরা আমাদের বেঁচে থাকার প্রাণশক্তি। তাদের সাথে অনিয়ম-দূর্ণীতি মেনে নেবার কথা নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক ঘুষ গ্রহণকারী এবং তার পিছনের হোতা কারা?

অংশগ্রহণ করা বেশিরভাগ কৃষক এই মানববন্ধন সম্পর্কে অবগত ছিলেন না, ভিডিওতে দেখা গেছে। এমনকি অংশগ্রহণ করার পরেও মানববন্ধনের কারণ জানতেন না তাঁরা।

অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ২১ জুন দেশ রুপান্তর ডিজিটালে ‘রাজবাড়ী কৃষি বিপণন বিভাগের কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, হাতেনাতে ধরা’ শিরোনামে ভিডিও এবং অনলাইন ভার্সনে ‘রাজবাড়ী কৃষি বিপণন কার্যালয়ে অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

এ ঘটনার প্রতিবাদ ও সাংবাদিকের বিচারের দাবিতে ভূক্তভোগি সাধারণ কৃষকের ব্যানারে কৃষি বিপণন কার্যালয়ের সামনে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের সোমবার বিকেল থেকে রাত অবধি মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাদেরকে সাক্ষাতের উদ্দেশ্যে বিপণন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। সাক্ষাতের জন্য কৃষকেরা কার্যালয়ে এলে তাদেরকে জানানো হয়, অফিস নিয়ে এক সাংবাদিক মিথ্যা নিউজ করেছে। এতে করে পেঁয়াজ সংরক্ষণ ঘরের প্রজেক্ট ফেরত চলে যেতে পারে। তাহলে জেলার সমস্ত কৃষক ঘর পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। এই প্রজেক্ট রক্ষার জন্য মানববন্ধন ও স্মারকলিপি পেশ করতে হবে। নইলে প্রজেক্ট বাতিল হয়ে যাবে। সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই বিষয়টি অবহিত করার পর ৬০-৭০জন কৃষক কর্মসূচিতে অংশগ্রহন করেন।

প্রকাশ্যে ঘুষ দুর্নীতির মতো অপরাধ করে সাংবাদিকের বিচার দাবী করা অযৌক্তিক ও দু:সাহস হিসেবে দেখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তাই অতিবিলম্বে দুনীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি