1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ - শিক্ষা তথ্য
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলা ও সুস্থ বিনোদনে ফিরিয়ে আনতে চাই” — ড. শফিকুল ইসলাম মাসুদ লিফলেট বিতরণে ব্যস্ত সময় পাড় করছেন নার্গিস মাকসুদ গলাচিপায় সাত দিন ব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা বাউলদের ওপর হামলা, ন্যক্কারজনক ঘটনা : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া ও আলোচনা সভা বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক হচ্ছে বিশ্ব বিখ্যাত ম্যারিয়টের বলরুমে ৬ই ডিসেম্বর, শনিবার! বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্র কী এবং কেন?’ এম এ আলীম সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন সজিব হোসেন

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব এওয়ার্ড নিলেন কলাপাড়ার সুন্নাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৩ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কাব কার্নিভাল বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড.মো.ইউনুস এর হাত থেকে শাপলা কাব এওয়ার্ড গ্রহণ করলেন কলাপাড়া মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ।সোমবার(২৩ জুন) বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভাল উদ্বোধন শেষে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উম্মে হাবিবা সুন্নাহ ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। তার মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। সুন্নাহ’র গ্রামের বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।

উম্মে হাবিবা সুন্নাহ বলেন, এ অর্জন আমার পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার  হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করছি।
মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা), বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবের সুন্নাহ শাপলা কাব আওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছেন। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি