মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় র্যাব-১১-এর অভিযানে প্রধান আসামি জুবায়ের আহমেদ (২৮) গ্রেফতার হয়েছে। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকায় লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। পাভেলকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তিনি মারা যান। নিহতের পরিবারের বক্তব্য অনুযায়ী, ৩০ মার্চ রাতে পাভেল চুল কাটাতে বের হন। পরে রাত ১০টার দিকে তার বড় ভাই রুবেলের ফোনে একটি কল আসে, কিন্তু কেউ কথা না বলায় কলটি কেটে দেওয়া হয়।
পরদিন ভোরে পাভেলের খালাতো ভাই রিফাত তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পাভেলের মা নূরী বেগম (৬৭) ফতুল্লা মডেল থানায় হত্যার মামলা দায়ের করলে র্যাব- ১১ এর সদর কোম্পানির বিশেষ দল গোয়েন্দা তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় জুবায়ের আহমেদকে গ্রেফতার করা হয়। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,র্যাব-১১-এর কমান্ডার জানান, গত আগস্ট ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত নারায়ণগঞ্জে তাদের অভিযানে ৬২ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ৮৬ জন হত্যা মামলার আসামি, ৪৫ জন ধর্ষণকারী, ৮ জন অস্ত্র ব্যবসায়ী ও ২৪৯ জন মাদক কারবারিসহ মোট ৫৩৫ জনকে আটক করা হয়েছে। ৮২টি অস্ত্র, ১,২৭৩ রাউন্ড গোলাবারুদ ও বিপুল মাদক উদ্ধার করা হয়েছে। এই গ্রেফতারের মাধ্যমে র্যাব অপরাধ দমনে আরও একবার সাফল্য দেখাল। প্রতিষ্ঠার পর থেকে র্যাব সন্ত্রাস, মাদক ও চাঞ্চল্যকর অপরাধ নিয়ন্ত্রণে জনগণের আস্থা অর্জন করেছে বলে জানানো হয়।