নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার উদ্দেশ্যে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত জনসমাবেশ সফলভাবে সার্থক করার লক্ষ্যে এনায়েতনগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক’র নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে যোগদান করেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লা ডি. আই. টি. মাঠ প্রাঙ্গণে ও-ই জনসমাবেশে এ বিশাল মিছিলটি যোগদান করে।
উক্ত জনসমাবেশে মিছিল নিয়ে যোগদানকালে উপস্থিত ছিলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র সহ দপ্তর সম্পাদক রাকিব হোসেন, এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রবিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ রায়হান সরদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আয়নাল হক সরদার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নাঈম, ২নং ওয়ার্ড বিএনপি’র সদস্য হামিদ মিয়া, সাবেক ছাত্রদলের সভাপতি মিন্টু সরদার সহ ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।