তথ্য সূত্রে জানা যায় ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন যুবলীগ নেতা বিসিক শিল্প এলাকার বহু অপকর্মের হোতা রিয়াজ এখনো বহাল তরবিয়ত।
অভিযোগ সূত্রে জানা যায় বরিশাল থেকে আসা রিয়াজ দীর্ঘদিন বিসিক এলাকায় বসবাস করার ফলে ও সন্ত্রাসী দল যুবলীগের পদ পদবী ব্যবহার করে ত্রাসের রাজত্ব গড়ে তোলেছে জানা গেছে। এছাড়াও পাচঁ আগষ্টের পরে জার্সি পাল্টিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে আবারো রাম রাজত্ব কায়েম করছে বরিশাইল্লা রিয়াজ।
নাম বলতে অনিচ্ছুক এক ভোক্তভোগী জানান বরিশাইল্লা রিয়াজ ফতুল্লা বিসিক শিল্প এলাকায় সাধারণ নিরহ মানুষদেরকে অহেতুক হয়রানী ও হেনস্ত করে থাকেন। সমস্ত এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ।
এলাকাবাসী বলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আহমাদের দাবি দাবি যুবলীগের সন্ত্রাসী বরিশাইল্লা রিয়াজকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হউক