চাঁদাবাজি সন্ত্রাস চুরি ডাকাতি মাদকের বিরুদ্ধে ৮ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা ফতুল্লা উত্তর ভূইগড় খোকন মার্কেট এলাকার পঞ্চায়াতে কমিটির উদ্যােগে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় উত্তর ভূইগড় পঞ্চায়াতে কমিটির সেক্রেটারি এড. জাকির হোসাইন হামিদী বলেন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব, চুরি, ডাকাতি এখনো বন্ধ হয়নি। বরং এখন আগের চেয়ে বেড়েছে। আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারিনা। সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকি। কয়েকদিন আগে মসজিদের রড চুরি করে নিয়ে গেছে। আবার অলি গলিতে রাতে ছিচকে চোরদের বেশ আনাগোনা। পুলিশ প্রশাসনের কোন টহল নেই। পুলিশের এমন নিরবতায় এলাকাবাসী হতভম্ব।
এসময় উত্তর ভূইগড় সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা এড. খায়রুল আলম মিন্টু বলেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী করতে আসলে জনতার হাতে ধরা পরলে কাউকেই আস্ত ফেরত দিবেনা জনগণ। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে সন্ত্রাসীদের জ্বালায়। এসময় তিনি আরো বলেন ফতুল্লা থানা পুলিশ কি করে আমার বোধগম্য নয়। এলাকাবাসী চোর, ডাকাতের জ্বালায় অতিষ্ঠ আর পুলিশের কোন তৎপরতা নেই।
প্রতিবাদ মিছিল ও সভায় আরো উপস্থিত ছিলেন উত্তর ভূইগড় সমাজ কল্যান পরিষদের জয়েন্ট সেক্রেটারি সেলিম ভূইয়া, সদস্য আমিন মাস্তান, তামিম শিকদার, গোলাম সারোয়ার, সহ স্থানীয় শতাধিক বাসিন্দা।