লিয়াকত হোসাইনঃ ফরাজি কান্দি ইউনিয়ন এর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি শিকদার গত বৃহস্পতিবার ১৩ নবেম্বর ২০২৫ ইং তারিখে জননেতা তানবির হুদার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর লকডাউন কর্মসূচির প্রতিবাদে মোটরসাইকেল মহরায় অংশ নেওয়ার জন্য নতুন বাজারে আসার পথে বেপরোয়া গতির অটোর সঙ্গে দক্ষিন রামদাশপুর জোরা ব্রিজের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে, রনি শিকদার তার চালিত মোটরবাইকটি অটোর ধাক্কায় ব্রিজ এর উপর আছড়ে পড়ে
মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে নতুন বাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে বাপায়ের ফেক্সার ও বুকে প্রচন্ড ব্যথার কারণে দায়িত্বে থাকা ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। রনি শিকদার ফরাজি কান্দি সহ মতলব উত্তরের
সর্বস্তরের জনগণ, মুসল্লী ও মুরুব্বিদের কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন – আমিন।