সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:ফুটবল খেলতে গিয়ে সলিল সমাধি হলো গলাচিপা সরকারি কলেজের ডিগ্রি
দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জামাল শরিফের। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দশমিনার সীমান্তবর্তী তেঁতুলিয়া নদীর চরঘূর্ণি এলাকায় ¯্রােতে ট্রলার ডুবে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার সকালে অনেক খোঁজাখুঁজির পর জামালের মৃতদেহ উদ্ধার করা হয়। জামাল শরিফের গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিমহাওলা এলাকায়। বাবা কালাম শরিফ পেশায় একজন কৃষক। প্রত্যক্ষদর্শী ও ভাগ্নে জিসান বলেন, দশমিনা উপজেলার রনগোপলদী ইউনিয়নের চরঘূর্ণি এলাকায় জামাল মামা ফুটবল খেলতে যায়।
তার সাথে আমরা নিমহাওলা গ্রাম থেকে ১৫-২০ জন ট্রলারযোগে রওয়ানা দেই। ট্রলার ছাড়ার সময় পিছন থেকে আরো অনেক ছেলেরা ওঠে। ট্রলারটি চরঘূর্ণি এলাকার কাছাকাছি গেলে নদীর পানির ¯্রােত ও তুফানের কারণে আর সামনে যেতে পারছিল না। এসময় ঘুরিয়ে তীরের দিকে যেতে চাইলে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবে গেলে আমি একটি ফুটবল ধরে ভেসে থাকি। কিছুক্ষণ পর উদ্ধারকারী অন্য আরেকটি ট্রলার এসে আমাদের দিকে রশি ছুঁড়ে দেয়। ওই রশি ধরে ট্রলারটিতে উঠি। পরে জামাল মামার খোঁজ করলে তাকে আর পাই না।
জামালের ভগ্নিপতি সবুজ প্যাদা বলেন, খবর পেয়ে আমরা ট্রলার নিয়ে চরঘূর্ণি এলাকায় জামালকে খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালের দিকে ভাসমান অবস্থায় নদীতে জামালের লাশ পাই। জামালের মা সাজেদা বেগম বলেন, ‘আমার সোনারচান কইয়া গেছে “মা আমি ফুটবল খেইল্লাই রাইতে আইয়া পরমু।” আমার বাজান আইছে ঠিকই কিন্তু কতা কইতে পারে না।’ বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে জামালকে দাফন করা হয়। জামালের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।