তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সময় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা ব্যক্তিদের পরিবারে সদস্যদের মাঝে সরকারি সহায়তা হিসেবে অনুদানের অর্থ (চেক) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২২শে জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে মোট ১১ জনের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকার অনুদানা চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা সড়ক দুর্ঘটনায় নিহত বওলা গ্রামের পপি আক্তার(২৬), সিংহেশ্বার ইউনিয়নের পুটিয়া গ্রামের আবু নাঈম(৬৪), নিশুনিয়াকান্দা গ্রামের জহের আলী(৭০), মোকামিয়া গ্রামের তাসরিফ আহাম্মেদ, পৌরসভার গোদারিয়া এলাকার নওমুসলিম আব্দুল মোতালেব(৪০),
জায়গির কাজিয়াকান্দা এলাকার ফরিদ মিয়া(৩৮), রূপসী ইউনিয়নের বিহারাঙ্গ গ্রামের বক্তার উদ্দিন(৬৫), পানিতে ডুবে একই গ্রামের মোরছালিন(২) এবং ছনধরা ইউনিয়নের রাব্বি(৫) এর পরিবারের সদস্যদের মাঝে জন প্রতি ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও বালিয়ার পাইস্কা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ফারুক মিয়া ও রুস্তম আলী কেউ সাড়ে ৭ হাজার টাকা করে নগদ অর্থের চেক প্রদান করা হয়।
এসময় গত ঈদুল আজহার দিনে নিহত নওমুসলিম আব্দুল মোতালেবের স্ত্রীকে একটি সেলাই মেশিন প্রদান করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। যাতে করে তিনি আত্মনির্ভরশীল হয়ে জীবন-সংগ্রামে এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চেক ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা প্রশাসনের এমন মানবিক সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মনে করছেন।