তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১শে জানুয়ারি মঙ্গলবার বিকালে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ইট ভাটায় ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ফুলপুর উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৪ ধারায় বা সংশোধিত ২০১৯ আইনে সর্বনিম্ন ২ লক্ষ থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত করে ৮টি ইট ভাটায় জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলাম ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রুকুনজ্জামান। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।