তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৩০শে এপ্রিল বুধবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, অনেক দিনধরে উপজেলার পয়ারী ইউনিয়নের নাহিন ইট ভাটায় অবৈধভাবে ড্রেজার মিসিং দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন মোবাইল কোর্ড পরিচালনা করেন। পরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে নাহিন ইট ভাটাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় ফুলপুর থানার পুলিশ প্রশাসন সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ইজারা ব্যাতিত স্থানগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। আপনারা সবাই এ ধরনের কার্য রোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার করবেন। তিনি আরো বলেন, আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা করা হবে।