তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব, ফুলপুরের কৃতি সন্তান মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ময়মনসিংহের ফুলপুর সহ উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ১ম ধাপের ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (পুরাতন ভবন) ভার্চুয়ালি তিনি এসব লাইব্রেরি উদ্বোধন করেন। ভার্চুয়ালি উদ্বোধন শেষে বিকাল সাড়ে ৪টায় ফুলপুরে নবনির্মিত আধুনিক পাবলিক লাইব্রেরী ভবনের উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।

জানা যায় ইউএনও সাদিয়া ইসলাম সীমা মহোদয় অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে ফুল ছিটিয়ে, ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে এ লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছরিন আক্তার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এই লাইব্রেরি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে পাঠচর্চা বৃদ্ধি পাবে এবং তরুণ সমাজ আরও বেশি বইমুখী হবে।
ফুলপুরবাসীর প্রত্যাশা—নতুন এই লাইব্রেরি জ্ঞান ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও “নবনির্মিত এই লাইব্রেরি ফুলপুরের শিক্ষা ও সংস্কৃতিচর্চায় নতুন গতি যোগ করবে। পাঠাভ্যাস বাড়াতে লাইব্রেরির বিকল্প নেই।” ভার্চুয়ালি অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণে প্রতিটিতে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়।