তপু রায়হান রাব্বিফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে প্রাচীনতম এক সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে পরীক্ষা করে মূর্তিটি পিতলে পরিণত হলে পুলিশের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, উপজেলার বেলটিয়া বালিয়া (চকপাড়া) গ্রামের মৃত নুর হোসেন মাস্টারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন মাস্টার (৬০) তার বাড়িতে একটি হাফ বিল্ডিং ঘর নির্মাণ করার জন্য শম্ভুগঞ্জ থেকে কিছু বিট বালু নিয়ে আসেন। পরে ঘরের বিট তৈরি করার সময় একই গ্রামের রাজমিস্ত্রি বিল্লাল হোসেন(৪০) একটি মূর্তি পেয়ে তাৎক্ষণিক মূর্তিটি নিয়ে সে বাড়িতে চলে যায়। পরবর্তীতে বাড়ির মালিক মোঃ দেলোয়ার হোসেন মাস্টার জানতে পেরে বিল্লালের কাছ থেকে মূর্তিটি নিয়ে এসে নিজ হেফাজতে রাখে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হলে সোনার মূর্তি হিসাবে এলাকায় চলে আলোচনার ঝড়। এক পর্যায়ে উক্ত বিষয়টি থানায় অবগত করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল হাদি জানান, উক্ত ঘটনাটি ১-৩ দিন আগে ঘটলেও বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। তবে সোমবার(৪ আগস্ট) দুপুরে উক্ত বিষয়টি সম্পর্কে জানতে পেয়ে তাৎক্ষণিক থানার এএসআই (নি:) টিটু চন্দ্র দাস পুলিশের একটি ফোর্স সহ স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে দেলোয়ার হোসেন মাস্টারের বাড়ি হতে মোঃ আব্দুর রাশিদ সরকার (৫৫) পিতা মৃত হাজী আমির হোসেন সরকার এর নিকট থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় দেখা যায় মূর্তিটির একটি হাত ভাঙ্গা ও কাটা ছিল। এছাড়াও মূর্তিটি ছিল পিতলের।