তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত-রাতে গরু চোর সন্দেহে পিকআপ আটক করে পাওয়া গেলে অসংখ্য মদকদ্রব্য। জানা যায়, ২রা ফেব্রুয়ারি রবিবার রাত আনুঃ পৌনে ১১টায় শেরপুর জেলার নকলা থানা এলাকা হতে সাদা রংয়ের একটি পিকআপ যোগে গরু চুরি করে নিয়ে ফুলপুর থানা এলাকার দিকে আসতেছে এমন গোপন সংবাদ পায় ফুলপুর থানা পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম ভাইটকান্দি এলাকার দিকে রওনা করে ভাইটকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে পিকআপটির জন্য অপেক্ষা করেন। পরে পুলিশের অবস্থান সম্পর্কে টের পেয়ে পিকআপের ড্রাইভার গাড়ীটি রাস্তার দিক পরিবর্তন করে ফুলপুর থানাধীন সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়।পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত-রাত আনুঃ ১টা ১০মিনিটে বনোয়াকান্দা গ্রামের পাঠানবাড়ী মাসুদ মেম্বারের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় পিকআপটি পৌঁছালে স্থানীয় লোকজন পিকআপটি দাওয়া করলে অজ্ঞাতনামা ড্রাইভারসহ ২/৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে পিকআপ গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে উঠে দেখতে পান মাদকদ্রব্য রয়েছে। তাৎক্ষণিক পিকআপের পিছনে থাকা পুলিশের গাড়ীও গিয়ে উপস্থিত হয়। পরে পুলিশ পিকআপ সহ মাদকদ্রব্য জব্দ করে ফুলপুর থানায় নিয়ে আসেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ঘটনাস্থল হতে পুলিশ একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ বিভিন্ন আকারের সর্বমোট ৫৪৪ টি কাচেঁর বোতল ভারতীয় মদ জব্দ করেন। তবে অজ্ঞাতনামা ড্রাইভারসহ ২/৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি ফুলপুর থানার মামলা নং-০৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ রুজু করা হয়েছে।