তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ জুলাই মাসের পুনর্জাগরণ কর্মসূচীর অংশ হিসেবে সমাজ গঠনে “লাখো কন্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা মিলনায়তনে শনিবার (২৬শে জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেয়া। সেখানে শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ফুলপুর থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, পিআইও আশীষ কর্মকার, বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, এ.কে.এম. সিরাজুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে এটেন্ড না হতে পারলেও সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। এই অনুষ্ঠানে, সমাজের সকল স্তরের মানুষ “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ” গ্রহণ করে। শপথের মাধ্যমে সকলে মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আত্মনিয়োগ করার অঙ্গীকার করেন।