তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে নকল শিশু খাদ্য ফলের জুস ও প্যাকেটজাত দই তৈরি করে বাজার জাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে যা শরীরের জন্য ক্ষতিকর। এমন তথ্যের ভিত্তিতে ৭ই মার্চ শুক্রবার বিকালে উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা, কামারকান্দা গ্রামে নকল জুস ও প্যাকেটজাত দই কারখানায় অভিযান চালিয়ে কারখানার ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানায় প্রাপ্ত সকল প্যাকেটজাত জুস এবং দই তৎক্ষনাৎ বিনষ্ট করা হয় এবং কারখানার মালিক আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন এবং বাবু মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারখানা দুটি সিলগালা করে বন্ধ ঘোষণা করেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় সাথে ছিলাম ফুলপুর থানার পুলিশ প্রশাসন। সকল অপরাধ ও নকল পণ্যের উপর উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও।