তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ল্যাপ তোষকের বাজ ভাঙ্গার আগেই বিদ্যুৎস্পৃষ্টে রাজু নামের এক চা বিক্রেতার মারা গেছেন। উপজেলা শ্যামপুর বাজারে সোমবার(১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া(২০) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ছোট চিলাগাই গ্রামের রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। প্রায় সাত মাস আগে বিয়ে করেছেন।
এলাকার সূত্র জানা গেছে, শ্যামপুর বাজারে রাজু মিয়া চা ও বিস্কিটের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বাড়ি থেকে সোমবার সকালে দোকান খোলতে আসেন। তবে দোকানের ঝাপের উপরদিয়ে দোকানের ভিতর প্রবেশকৃত বিদ্যুতিক তার লিক হয়ে ঢাউ টিনে বিদ্যুতের শর্ট হয়ে থাকে। এ সময় সে টিনে ধরা মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা ছেলেকে হারিয়ে আর নববধূ স্বামীকে হারিয়ে প্রায় অচেতন হয়ে পড়েছেন। এ মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন প্রিয়জনেরা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাদি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিহতের অভিভাবক থানা একটি অপমৃত্যু মামলা রুজু হয়। পরে মরদেহ পরিবারের দবির প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।