তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের কর্মী মাহমুদুল হাসান রামিমকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(১ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রামিম (২০) উপজেলার রহিমগঞ্জের চক ঢাকিরকান্দা গ্রামের হাবিবুল্লাহ হবি ছেলে। সে রহিমগঞ্জ ইউপির ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগণ কতৃক একে অপরের সহায়তায় গত ১৫ ই আগস্ট এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপজেলার বওলার কুকাইল গ্রামে পালন করে এবং অজ্ঞাত স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বলে শপথ বাক্য পাঠ সহ সরকার বিরোধী বক্তব্য ও মিছিল করে জনমনে ভীতি (বিভ্রান্ত) সৃষ্টি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ডের ভিডিও প্রচার করার অপরাধে ফুলপুর থানার দায়ারকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয় ।
উক্ত ভিডিওতে রামিমকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ধারা ৮/৯/১২/১৩ রুজু করে গত ১৭ আগস্টের দায়ারকৃত মামলা নং ১২ এর (মামলার এজহারভুক্ত ৭ নম্বর আসামি) অনুযায়ী রহিমগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান রামিমকে সোমবার রাতে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।