তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তাসরিপ ইসলাম(৩) উপজেলা সিংহশ্বর ইউনিয়নে মোকামিয়া গ্রামের শামীম সরকার ওরফে সাজনের ছেলে। ঘটনাস্থল থেকে জানা গেছে, শিশু তাসরিপ সকালে বাড়িতর উঠোনে সবার সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সকলের চোখের আড়ালে চলে যায়। তাকে না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুরে বাড়ির পাশের পুকুরে তার দেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই পরিবারের লোকজন। পুকুর থেকে তাকে তুলে দেখতে পান সে মারা গেছে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বিকাল সাড়ে ৪টায় সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, এ বিষয়ে মাত্র আপনার কাছ থেকেই জানতে পারলাম। তবে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। আমি বিস্তারিত তথ্য জানার জন্য এখনি পুলিশ পাঠাচ্ছি।