তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ময়মনসিংহের ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।
সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান জানান, অত্র উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরের মোট ১ হাজার ৮৩১ জন কার্ড পেতে যাচ্ছে প্রতিবন্ধীর আওতায় থাকা ভাতার যোগ্য আবেদনকারীরা। তার মধ্যে এবার পৌরসভায় ১৮৮ জন এ কার্ড পাবে। এ কার্ডের আওতায় পড়েছেন জন্মগত শারীরিক-মানসিক ও মৃদু প্রতিবন্ধীরা। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনাদের সুবিধার্থে সরকার সারা দেশে অসহায় বিধবা, বয়স্ক নারী পুরুষদের মাঝে এমনকি প্রতিবন্ধীদের ভাতা প্রদান করছে। এ ভাতা আপনাদের আমানত। আপনারা এই ভাতার টাকাটি সঠিক ভাবে কাজে লাগাবেন।