তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পয়ারী ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ২৭২টি কার্ড বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মফিদুল ইসলাম, ইউপি সচিব, ইউপি (মেম্বার) সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে বিকালে রহিমগঞ্জ ইউনিয়নের প্রতিবন্ধী ২২২ জনের মাঝে কার্ড বিতরণ করা হয়।
এ সময় অনেক ভাতার যোগ্য আবেদনকারী পরিবার হাতে কার্ড পেয়ে অঝোরে কান্না করে দেয়। বলেন একটি কার্ডের জন্য কতইনা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। অবশেষ সরাসরি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে ওই স্যারের মাধ্যমে বিনা টাকায় কার্ড করতে পেরেছি। এছাড়াও অনেকেই বলেন এবার টাকা ছাড়াই কার্ড পেয়েছেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান জানান, অত্র উপজেলাধীন একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে মোট ১ হাজার ৮৩১ জন কার্ড পেতে যাচ্ছে প্রতিবন্ধীর আওতায় থাকা ভাতার যোগ্য আবেদনকারীরা। এ কার্ডের আওতায় পড়েছেন জন্মগত শারীরিক, মানসিক ও মৃদু প্রতিবন্ধীরা।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণের প্রক্রিয়াটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়। এর জন্য প্রথমে প্রতিবন্ধিতা শনাক্তকরণ সিস্টেম (DIS) ওয়েবসাইট-এ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদ (Birth Registration Certificate) নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে ডাক্তার দ্বারা যাচাই-বাছাইয়ের পর প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত হওয়া যায় এবং সুবর্ণ নাগরিক কার্ড পাওয়া যায়।