তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি বিশেষ) প্রকল্পের আওতায় সদর ফুলপুর, রূপসী, বালিয়া, ছনধরা, ভাইটিকান্দি ও সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থানে দুঃস্থ ও গরিবদেয় মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩শে জুলাই) বিকালে ৬ ইউনিয়নের অসহায় দরিদ্র ২৮ জনের মধ্যে এ টিউবওয়েল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা ভুক্তভোগীদের মাঝে অত্র টিউবওয়েল তুলে দেন।
এ সময় তিনি বলেন, নলকূপ বিতরণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রম, যা নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করে। উনাদের বিশুদ্ধ পানির অভাব ছিলো, অর্থের জন্য নলকূপ স্থাপন করতে পারছিলেন না। এমন আবেদনের প্রেক্ষিতে ওই দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, পিআইও আশীষ কর্মকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। একজন উপকার ভুগি বলেন আমার পরিবারে ৯জন সদস্য অনেক দিন ধরে টিউবওয়েল নাই, অর্থের অভাবে একটি টিউবল দিতেও পারছিলাম না। আজ টিউবওয়েল পেয়ে মুই খুব খুশি।