তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বালিয়া এবং রুপসি ইউনিয়নের নির্মিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। এ সময় বালিয়া ইউনিয়নের নির্মিত রাস্তা, ড্রেইন, ইউড্রেইন নির্মাণ কাজের গুনগত মান পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে বালিয়া ও কাইচাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, সিলিং ফ্যান এবং প্রিন্টার প্রদান করেন। এ সময়, বালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক পরিতোষ সুত্রধর, রুপসি ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল হাসান কামু, ইউপি সদস্যবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।