তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহেন ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মোট ১০টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে এ ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এ সময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগী প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী। প্রতিষ্ঠানগুলোতে ছাউনির সমস্যা থাকায় রোদ ও বৃষ্টিতে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশে বিঘ্ন ঘটছিল। তাই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে আবেদনের প্রেক্ষিতে মোট ২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।