তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। আসামীরা হলেন, শহিদুল ইসলাম (৫০) কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম ছেলে, হাসান মিয়া (৫০) দেবত্তর বেরুয়া গ্রামের মো: আলী হোসেন ছেলে, মোঃ লিটন (৪০) বাশুয়া কবিরপুর গ্রামের মৃত চান মিয়া ছেলে এবং আব্দুল জলিল ফকির (৩৯) নিজ আশাবর গ্রামের মৃত সাহেদ আলী ছেলে। উভয় ফুলপুর উপজেলার বাসিন্দা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে একটি টিম দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা উপস্থিত থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং আদালতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও আসামীদের কাছ থেকে তল্লাশি করে পাওয়া মাদক দ্রব্য পুড়ে ধ্বংস করেন। পরে উপস্থিত এলাকাবাসীকে মাদক সেবন পরিহার করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।