রেজাউল করিম,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সরকারি হাসপাতাল) সামনে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ২৭ জুলাই ২০২৫ ইং শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ঘটে। নিহতের নাম মো: আব্দুর রাজ্জাক (পিতা: মো: জহির উদ্দিন)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চর বামনেরচর গ্রামের বাসিন্দা। তাঁর ইউনিয়ন, ডাকঘর ও থানা—তিনটিই রৌমারি এলাকায় অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি বাস রৌমারিগামী একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা মো: আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানটি শনাক্ত করে। এই ঘটনায় নিহতের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।