বন্দর প্রতিনিধিঃ১০ জুন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দী খেলার মাঠে দেউলী বক্তারকান্দী যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক এল.ই.ডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। একতা সংঘ টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ সদর ও বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন চ্যাম্পিয়ন ও রাার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।দেউলী বড় সমাজ জামে মসজিদের মোতওয়াল্লী আব্দুল বাছেদ চাঁন সরদারের সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মোঃ আফসার উদ্দিন খোকন।আলী বাহার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আলী হোসেন মুন্সি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর ও অসংখ্য ক্রীড়া প্রেমি দর্শকবৃন্দ।তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।